বিলচলন ইউনিয়নে দেখার মত দর্শনীয় স্হান নেই । তবে এই ইউনিয়নে একটি পুরাতন মসজিদ আছে যা শেহরাজ জামে মসজিদ নামে পরিচিত ।এটি বোঁথড় গ্রামে অবস্হিত । বর্ষাকালে এই ইউনিয়নের চলনবিলে বর্ষার পানিতে দুই প্রান্তর ভরে ওঠে । এখানে প্রতদিনি হাজার হাজার দর্শনার্থী উপস্হিত হয় চলনবিলের এই অনাবিল সৌন্দর্য উপভোগ করার জন্য । এটি চাটমোহর থেকে ছাইকোলাগামী রাস্তার বোয়াইলমারীতে অবস্হিত । বর্ষাকালে এখানকার অনাবিল সৌন্দর্য দেখে দর্শনার্থীদের দুই চোখ জুরিয়ে যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস