Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

পাবনা জেলার আঞ্চলিক ভাষায়ই সাধারণতঃ বিলচলন ইউনিয়নবাসী কথা বলে। তন্মধ্যে সামান্য স্বাতন্ত্র্য রয়েছে। ‘না’ শব্দকে এই ইউনিয়নের লোক ‘লয়’ হিসেবে ব্যবহার করে। যেমন- পাবনা জেলার আঞ্চলিক ভাষার একটি বাক্য ‘তুই গেলু না কে?’ এটাকে ছাইকোলা ইউনিয়নবাসী বলে থাকে, ‘তুই গেলু লয় কে?’ বিলচলন ইউনিয়নে মোট ১০টি সাংস্কৃতিক সংগঠণ/ক্লাব রয়েছে। এগুলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। সংগঠণ/ক্লাবগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলোঃ ০১। সৌখিন নাট্য গোষ্ঠী, বিলচলন, চাটমোহর, পাবনা। ০২। ফুলকলি নাট্য গোষ্ঠী, বিলচলন, চাটমোহর, পাবনা। ০৩। বঙ্গবন্ধু শিল্প গোষ্ঠী, বিলচলন, চাটমোহর, পাবনা। ০৪। ধুমকেতু শিল্প গোষ্ঠী, বিলচলন ইউনিয়ন চাটমোহর, পাবনা। ০৫। জয়বাংলা সাংস্কৃতিক জোট, ছাইক চাটমোহর, পাবনা। ০৬। ছাইকোলা সোনাহারপাড়া যুব উন্নয়ন । পাইওনিয়ার’স এসোসিয়েশন, বিলচলন, চাটমোহর, পাবনা।